আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬০
- নামাযের অধ্যায়
বেতের নামায বিলম্বে পড়া।
২৬০। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বেতের নামাযের দুই রাকআত ও এক রাকআতের মাঝখানে সালাম ফিরাতেন এবং নিজের কোন প্রয়োজন পূরণের জন্য নির্দেশ দিতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই পন্থা গ্রহণ করিনি। আমরা ইবনে মাসউদ (রাযিঃ) ও ইবনে আব্বাস (রাযিঃ)-র মত গ্রহণ করেছি। আমাদের মতে দুইরাকআতের মাঝখানে সালাম ফিরানো ঠিক নয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই পন্থা গ্রহণ করিনি। আমরা ইবনে মাসউদ (রাযিঃ) ও ইবনে আব্বাস (রাযিঃ)-র মত গ্রহণ করেছি। আমাদের মতে দুইরাকআতের মাঝখানে সালাম ফিরানো ঠিক নয়।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ يُسَلِّمُ فِي الْوِتْرِ بَيْنَ الرَّكْعَتَيْنِ وَالرَّكْعَةِ حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَلَسْنَا نَأْخُذُ بِهَذَا، وَلَكِنَّا نَأْخُذُ بِقَوْلِ عَبْدِ اللَّهِ ابْنِ مَسْعُودٍ، وَابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، وَلا نَرَى أَنْ يُسَلِّمَ بَيْنَهُمَا