আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২৫৫
- নামাযের অধ্যায়
বেতের নামায বিলম্বে পড়া।
২৫৫। আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রবীআ (রাহঃ) বলেন, আমি এমন সময় বেতের পড়ি যখন (ফযরের নামাযের) ইকামত আমার কানে আসে, অথবা ফযরের পরে (কাযা) পড়ি । রাবী আব্দুর রহমান সংশয়ে পড়েছেন যে, আব্দুল্লাহ এর কোন কথাটি বলেছেন।
أبواب الصلاة
بَابُ: تَأْخِيرِ الْوِتْرِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، يَقُولُ: «إِنِّي لأُوتِرُ وَأَنَا أَسْمَعُ الإِقَامَةَ، أَوْ بَعْدَ الْفَجْرِ» ، يَشُكُّ عَبْدُ الرَّحْمَنِ أَيَّ ذَلِكَ قَالَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ২৫৫ | মুসলিম বাংলা