আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫১
মাগরিবের নামায যেন দিনের বেতের নামায।
২৫১। ইবনে উমার (রাযিঃ) বলেন, মাগরিবের নামায দিনের বেতের (বেজোড়) নামায।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরাও এই মত গ্রহণ করেছি। যে ব্যক্তি মাগরিবের নামাযকে দিনের বেতের মনে করে, যেমন আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেছেন, সে যেন রাতের বেতেরও মাগরিবের নামাযের মত পড়ে। এর মাঝখানে সালাম ফিরাবে না, যেমন মাগরিবের নামাযের মাঝখানে সালাম ফিরানো হয় না। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরাও এই মত গ্রহণ করেছি। যে ব্যক্তি মাগরিবের নামাযকে দিনের বেতের মনে করে, যেমন আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেছেন, সে যেন রাতের বেতেরও মাগরিবের নামাযের মত পড়ে। এর মাঝখানে সালাম ফিরাবে না, যেমন মাগরিবের নামাযের মাঝখানে সালাম ফিরানো হয় না। ইমাম আবু হানীফারও এই মত।
بَابٌ: صَلاةُ الْمَغْرِبِ وِتْرُ صَلاةِ النَّهَارِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «صَلاةُ الْمَغْرِبِ وِترُ صَلاةِ النَّهَارِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَيَنْبَغِي لِمَنْ جَعَلَ الْمَغْرِبَ وِتْرَ صَلاةِ النَّهَارِ، كَمَا قَالَ ابْنُ عُمَرَ أَنْ يَكُونُ وِتْرُ صَلاةِ اللَّيْلِ مِثْلَهَا، لا يَفْصِلُ بَيْنَهُمَا بِتَسْلِيمٍ، كَمَا لا يَفْصِلُ فِي الْمَغْرِبِ بِتَسْلِيمٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَيَنْبَغِي لِمَنْ جَعَلَ الْمَغْرِبَ وِتْرَ صَلاةِ النَّهَارِ، كَمَا قَالَ ابْنُ عُمَرَ أَنْ يَكُونُ وِتْرُ صَلاةِ اللَّيْلِ مِثْلَهَا، لا يَفْصِلُ بَيْنَهُمَا بِتَسْلِيمٍ، كَمَا لا يَفْصِلُ فِي الْمَغْرِبِ بِتَسْلِيمٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
