আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩৭
দুই ঈদের নামাযের পূর্বে অথবা পরে নফল নামায পড়া।
২৩৭। আব্দুর রহমান ইবনুল কাসিম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (কাসিম) ঈদের নামায পড়তে যাওয়ার পূর্বে চাররাকআত নামায পড়তেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ঈদের নামাযের পূর্বে কোনরূপ নফল নামায নেই। তবে ঈদের নামাযের পর ইচ্ছা করলে নফল নামায পড়াও যায়, নাও পড়া যায়। ইমাম আবু হানীফারও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ঈদের নামাযের পূর্বে কোনরূপ নফল নামায নেই। তবে ঈদের নামাযের পর ইচ্ছা করলে নফল নামায পড়াও যায়, নাও পড়া যায়। ইমাম আবু হানীফারও এই মত ।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ قَاسِمٍ، عَنْ أَبِيهِ، «أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ أَنْ يَغْدُوَ أَرْبَعَ رَكَعَاتٍ» .
قَالَ مُحَمَّدٌ: لا صَلاةَ قَبْلَ صَلاةِ الْعِيدِ، فَأَمَّا بَعْدَهَا فَإِنْ شِئْتَ صَلَّيْتَ، وَإِنْ شِئْتَ لَمْ تُصَلِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ.
قَالَ مُحَمَّدٌ: لا صَلاةَ قَبْلَ صَلاةِ الْعِيدِ، فَأَمَّا بَعْدَهَا فَإِنْ شِئْتَ صَلَّيْتَ، وَإِنْ شِئْتَ لَمْ تُصَلِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ.
