আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩৫
ঈদের নামায এবং খোতবা প্রসঙ্গ ।
২৩৫। ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। নবী ﷺ ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন খোতবা দেয়ার পূর্বে নাযায পড়তেন। তিনি আরো উল্লেখ করেন যে, আবু বাকর (রাযিঃ) ও উমার (রাযিঃ) উভয়ে তাই করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উল্লেখিত সব মতই আমরা গ্রহণ করেছি। হযরত উছমান (রাযিঃ) পল্লী এলাকার মুসল্লীদের জুমুআর নামায পড়া বা না পড়ার অবকাশ এজন্য দিয়েছিলেন যে, তারা শহরের অধিবাসী ছিলো না। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উল্লেখিত সব মতই আমরা গ্রহণ করেছি। হযরত উছমান (রাযিঃ) পল্লী এলাকার মুসল্লীদের জুমুআর নামায পড়া বা না পড়ার অবকাশ এজন্য দিয়েছিলেন যে, তারা শহরের অধিবাসী ছিলো না। ইমাম আবু হানীফারও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُصَلِّي يَوْمَ الْفِطْرِ وَيَوْمَ الأَضْحَى قَبْلَ الْخُطْبَةِ» ، وَذَكَرَ أَنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ كَانَا يَصْنَعَانِ ذَلِكَ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، وَإِنَّمَا رَخَّصَ عُثْمَانُ فِي الْجُمُعَةِ لأَهْلِ الْعَالِيَةِ لأَنَّهُمْ لَيْسُوا مِنْ أَهْلِ الْمِصْرِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، وَإِنَّمَا رَخَّصَ عُثْمَانُ فِي الْجُمُعَةِ لأَهْلِ الْعَالِيَةِ لأَنَّهُمْ لَيْسُوا مِنْ أَهْلِ الْمِصْرِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
