আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৩
৩৬২। যোহরের নামায আসরের ওয়াক্তের আগ পর্যন্ত বিলম্ব করা।
৫১৬। আবু নু’মান (রাহঃ) ..... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদীনা
শরীফে অবস্থানকালে (একবার) যোহর ও আসরের আট রাক'আত এবং মাগরিব ও ইশার সাত রাক'আত একত্রে মিলিয়ে আদায় করেন।*
আইয়ুব (রাহঃ) বলেন, সম্ভবত এটা বৃষ্টির রাতে হয়েছিল। জাবির (রাহঃ) বললেন, সম্ভবত তাই।

*ইমাম তিরমিযী (র.) বলেন, বাড়ীতে অবস্থানকালে কোন প্রকার ভয় বা বৃষ্টি না থাকলে এরূপ করা যাবে না। এতে কারো দ্বিমত নেই। তবে ওযর থাকলে, কিংবা সফরের অবস্থায় এরূপ মিলিয়ে পড়া যাবে বলে ইমাম শাফিঈ, আমদ ও মালিক (র.) মনে করেন । ইমাম আবূ হানীফা (র.)-এর মতে পৃথক পৃথক নিয়্যাতের মাধ্যমে প্রান্তিক সময়ে দু'টি সালাত আদায় করা যেতে পারে। তবে দু'টোই পৃথক পৃথকভাবে আদায় করতে হবে। এক নিয়্যাতে একত্রে আদায় করা জায়িয নয়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন