আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৯- কুরবানীর অধ্যায়
হাদীস নং: ৫১৫৯
আন্তর্জতিক নং: ৫৫৫৭
পরিচ্ছেদঃ ২৯৪২. আবু বুরদাকে সম্বোধন করে নবী করীম (ﷺ) -এর উক্তিঃ তুমি বকরির বাচ্চাটি কুরবানী করে নাও। তোমার পরে অন্য কারো জন্য এ অনুমতি থাকবে না
৫১৫৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু বুরদা (রাযিঃ) নামায আদায়ের পূর্বে যবেহ করেছিলেন। তখন নবী করীম (ﷺ) তাকে বললেন এটার বদলে আরেকটি যবেহ কর। তিনি বললেনঃ আমার কাছে একটি ছয়-সাত মাসের বকরির বাচ্চা ব্যতীত কিছুই নেই।
শু’বা বলেন, আমার ধারণা তিনি আরো বলেছেন যে, বকরির বাচ্চাটি পূর্ণ এক বছরের বকরির চাইতে উত্তম। নবী করীম (ﷺ) বললেনঃ তা হলে এটিকেই যবেহ কর। কিন্তু তোমার পরে অন্য কারো জন্য কখনো এই অনুমতি থাকবে না।
হাতিম ইবনে ওয়ারদান এ হাদীসটি আইয়ুব, মুহাম্মাদ, আনাস (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে (দুধের বাচ্চা) শব্দে বর্ণনা করেছেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন