আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২২১
কোন ব্যক্তি ঘরে ফরয নামায পড়ার পর মসজিদে গিয়ে যদি জামাআতে নামায পায়।
২২১। আসাদ গোত্রের এক ব্যক্তি আবু আইউব আল-আনসারী (রাযিঃ)-র কাছে বলেন, আমি বাড়িতে নামায পড়ার পর মসজিদে এসে ইমামকে নামাযরত দেখতে পাই। আমি কি পুনরায় তার সাথে নামায পড়বো? তিনি বলেন, হ্যাঁ, তার সাথে নামায পড়ো। যে ব্যক্তি তা করবে তাকে দ্বিগুণ সওয়াব দেয়া হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উল্লেখিত কর্মনীতি গ্রহণ করেছি। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র মতের উপর আমরা আমল করি। তবে ফজর এবং মাগরিবের নামায পুনর্বার পড়বে না। কেননা মাগরিবের নামায বেজোড় এবং নফল নামায বেজোড় পড়া যায় না। আর ফজরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ। অনুরূপভাবে আসরের নামাযের পরও নফল নামায পড়া নিষেধ। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উল্লেখিত কর্মনীতি গ্রহণ করেছি। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র মতের উপর আমরা আমল করি। তবে ফজর এবং মাগরিবের নামায পুনর্বার পড়বে না। কেননা মাগরিবের নামায বেজোড় এবং নফল নামায বেজোড় পড়া যায় না। আর ফজরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ। অনুরূপভাবে আসরের নামাযের পরও নফল নামায পড়া নিষেধ। ইমাম আবু হানীফারও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَفِيفُ بْنُ عَمْرِو السَّهْمِيُّ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي أَسَدٍ، أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ، فَقَالَ: «إِنِّي أُصَلِّي، ثُمَّ آتِي الْمَسْجِدَ فَأَجِدُ الإِمَامَ يُصَلِّي، أَفَأُصَلِّي مَعَهُ» ؟ قَالَ: «نَعَمْ، صَلِّ مَعَهُ، وَمَنْ فَعَلَ ذَلِكَ فَلَهُ مِثْلُ سَهْمِ جَمْعٍ أَوْ سَهْمُ جَمْعٍ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَنَأْخُذُ بِقَوْلِ ابْنِ عُمَرَ أَيْضًا، أَنْ لا نُعِيدَ صَلاةَ الْمَغْرِبِ وَالصُّبْحِ، لأَنَّ الْمَغْرِبَ وِتْرٌ، فَلا يَنْبَغِي أَنْ يُصَلِّيَ التَّطَوُّعَ وِتْرًا، وَلا صَلاةَ تَطَوُّعٍ بَعْدَ الصُّبْحِ، وَكَذَلِكَ الْعَصْرُ عِنْدَنَا، وَهِيَ بِمَنْزِلَةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَنَأْخُذُ بِقَوْلِ ابْنِ عُمَرَ أَيْضًا، أَنْ لا نُعِيدَ صَلاةَ الْمَغْرِبِ وَالصُّبْحِ، لأَنَّ الْمَغْرِبَ وِتْرٌ، فَلا يَنْبَغِي أَنْ يُصَلِّيَ التَّطَوُّعَ وِتْرًا، وَلا صَلاةَ تَطَوُّعٍ بَعْدَ الصُّبْحِ، وَكَذَلِكَ الْعَصْرُ عِنْدَنَا، وَهِيَ بِمَنْزِلَةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
