আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৪
সফরে এবং বৃষ্টির সময় দুই ওয়াক্তের নামায একত্র করা।
২০৪। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) সফরে মাগরিব ও এশার নামায একত্রে পড়তে চাইলে “শাফাক” অন্তর্হিত না হওয়া পর্যন্ত চলতে থাকতেন।**
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ «حِينَ جَمَعَ بَيْنَ الْمَغْرِبَ، وَالْعِشَاءَ فِي السَّفَرِ، سَارَ حَتَّى غَابَ الشَّفَقُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান