আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৩
সফরে কসর নামায পড়া।
১৯৩। নাফে (রাহঃ) আরো বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) যখন হজ্জ অথবা উমরার উদ্দেশে রওয়ানা হতেন, তখন যুল-হুলয়াফা নামক স্থানে নামায কসর করতেন।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «كَانَ إِذَا خَرَجَ حَاجًّا، أَوْ مُعْتَمِرًا، قَصَرَ الصَّلاةَ بِذِي الْحُلَيْفَةِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান