আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৯
বৃষ্টির রাতে নামায পড়া।
১৮৯৷ যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ) বলেন, তোমাদের ঘরে পড়া নামাযই হচ্ছে সর্বোত্তম জামাআতে পড়া নামায ব্যতীত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। (ফরয নামায মসজিদে গিয়ে জামাআতে পড়তে হবে এবং অন্যান্য নামায নির্জনে পড়াই উত্তম)।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: «إِنَّ أَفْضَلَ صَلاتِكُمْ فِي بُيُوتِكُمْ إِلا صَلاةَ الْجَمَاعَةِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَكُلٌّ حَسَنٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান