আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭৮
দুই ব্যক্তির একত্রে জামাআতে নামায পড়া।
১৭৮। আব্দুল্লাহ ইবনে উতবা (রাহঃ) বলেন, আমি দুপুরের সময় উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র কাছে গেলাম। তিনি তখন নফল নামায পড়ছিলেন। আমি তার পিছনে দাঁড়ালাম। তিনি আমাকে টান দিয়ে তার ডান পাশে দাঁড় করালেন। তার দ্বাররক্ষী ইয়ারফা আসলে আমি পিছনে সরে গেলাম এবং উমার (রাযিঃ)-র পিছনে দু’জনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম।
بَابُ: الرَّجُلِ يُصَلِّي جَمَاعَةً
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «دَخَلْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ بِالْهَاجِرَةِ، فَوَجَدْتُهُ يُسَبِّحُ، فَقُمْتُ وَرَاءَهُ فَقَرَّبَنِي، فَجَعَلَنِي بِحِذَائِهِ عَنْ يَمِينِهِ، فَلَمَّا جَاءَ يَرْفَأُ تَأَخَّرْتُ فَصَفَفْنَا وَرَاءَهُ»
