আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৪
আল-কুরআনের ফযীলাত এবং আল্লাহর যিকির করা মুস্তাহাব।
১৭৪। আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি এক ব্যক্তিকে (কাতাদা ইবনে নুমানকে) রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনলেন। ভোর হলে তিনি তা নবী ﷺ -এর কাছে বর্ণনা করলেন। তিনি যেন সূরাটিকে যৎসামান্য মনে করলেন। নবী ﷺ বললেনঃ “সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! এই সূরা এক-তৃতীয়াংশ কুরআনের সমতুল্য”।
بَابُ: فَضْلِ الْقُرْآنِ وَمَا يُستَحَبٌّ مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، " أَنَّهُ سَمِعَ رَجُلا مِنَ اللَّيْلِ يَقْرَأُ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ حَدَّثَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّ الرَّجُلَ يُقَلِّلُهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدَهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৭৪ | মুসলিম বাংলা