আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৫
এক কাপড়ে নামায পড়া ।
১৬৫। মুহাম্মাদ ইবনে যায়েদ আত-তাইমী (রাহঃ) থেকে তার মা হিন্দু বিনতে আবু উমাইয়্যার সূত্রে বর্ণিত। তিনি নবী ﷺ -এর স্ত্রী উম্মু সালামা (রাযিঃ)-র কাছে জানতে চাইলেন, মহিলারা কয়টি কাপড় পরিধান করে নামায পড়তে পারে? তিনি বলেন, ওড়না ও জামা পরিধান করে নামায পড়তে পারে, যদি জামা পায়ের পাতা পর্যন্ত লম্বা হয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উপরোল্লেখিত নীতি গ্রহণ করেছি। যদি একটিমাত্র কাপড় দিয়ে ভালোভাবে সতর ঢাকা সম্ভব হয় তবে সেই পোশাকে নামায পড়া জায়েয। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা উপরোল্লেখিত নীতি গ্রহণ করেছি। যদি একটিমাত্র কাপড় দিয়ে ভালোভাবে সতর ঢাকা সম্ভব হয় তবে সেই পোশাকে নামায পড়া জায়েয। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زَيْدِ التَّيْمِيُّ، عَنْ أُمِّهِ، «أَنَّهَا سَأَلَتْ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاذَا تُصَلِّي فِيهِ الْمَرْأَةُ» ؟ قَالَتْ: «فِي الْخِمَارِ، وَالدِّرْعِ السَابِغِ الَّذِي يُغَيِّبُ ظَهْرَ قَدَمَيْهَا»
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، فَإِذَا صَلَّى الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ تَوَشَّحَ بِهِ تَوَشُّحًا جَازَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، فَإِذَا صَلَّى الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ تَوَشَّحَ بِهِ تَوَشُّحًا جَازَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، رَحِمَهُ اللَّهُ
