আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৩
এক কাপড়ে নামায পড়া ।
১৬৩। আবু তালিব-কন্যা উম্মু হানী (রাযিঃ) তার ভাই আকীল (রাযিঃ)-কে অবহিত করেন যে, রাসূলুল্লাহ ﷺ আল মক্কা বিজয়ের বছর সর্বশরীরে একটিমাত্র কাপড় জড়িয়ে আট রাআত নামায পড়েন।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُوسَى بْنُ مَيْسَرَةَ، عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى عُقَيْلِ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ، أَنَّهَا أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى عَامَ الْفَتْحِ ثَمَانِ رَكَعَاتٍ مُلْتَحِفًا بِثَوْبٍ»
