আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৯- কুরবানীর অধ্যায়
হাদীস নং: ৫১৫৩
আন্তর্জাতিক নং: ৫৫৫১
২৯৪০. ঈদগাহে নহর ও কুরবানী করা
৫১৫৩। মুহাম্মাদ ইবনে আবু বকর মুকাদ্দামী (রাহঃ) ......... নাফি‘ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘আব্দুল্লাহ (রাযিঃ) কুরবানী করার স্থানে কুরবানী করতেন। ‘উবাইদুল্লাহ বলেনঃ অর্থাৎ নবী করীম (ﷺ) -এর কুরবানী করার স্থানে (কুরবানী করতেন)।
باب الأَضْحَى وَالْمَنْحَرِ بِالْمُصَلَّى
5551 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، قَالَ: «كَانَ عَبْدُ اللَّهِ يَنْحَرُ فِي المَنْحَرِ» قَالَ عُبَيْدُ اللَّهِ: «يَعْنِي مَنْحَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
