আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৩
নামাযের মধ্যে বসা।
১৫৩। আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) বলেন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র পাশে দাঁড়িয়ে নামায পড়লো । সে চার রাআত পড়ে চার উরু হয়ে দুই পা লেপটিয়ে বসলো। ইবনে উমার (রাযিঃ) নামায থেকে অবসর হয়ে তার ত্রুটি নির্দেশ করেন। সে বললো, আপনিও তো এরূপ করেন। ইবনে উমার (রাযিঃ) বলেন, আমি তো অসুবিধার কারণে তা করেছি।
بَابُ: الْجُلُوسِ فِي الصَّلاةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ صَلَّى إِلَى جَنْبِهِ رَجُلٌ، فَلَمَّا جَلَسَ الرَّجُلُ تَرَبَّعَ وَثَنَّى رِجْلَيْهِ، فَلَمَّا انْصَرَفَ ابْنُ عُمَرَ عَابَ ذَلِكَ عَلَيْهِ» ، قَالَ الرَّجُلُ: فَإِنَّكَ تَفْعَلُهُ! قَالَ إِنِّي أَشْتَكِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৫৩ | মুসলিম বাংলা