আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৯
নামাযের মধ্যে ভুল হয়ে গেলে।
১৩৯। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ আসরের নামায পড়ালেন। তিনি দুই রাকআত পড়ে সালাম ফিরালেন। তৎক্ষণাৎ যুল-ইয়াদাইন (রাযিঃ)** উঠে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল! নামায কি কমিয়ে দেয়া হয়েছে না আপনি ভুল করেছেন? তিনি বলেনঃ এর কোনটিই নয় । যুল-ইয়াদাইন (রাযিঃ) বলেন, হে আল্লাহর রাসূল! এই দু'টির কোন একটি অবশ্যই ঘটেছে। অতঃপর রাসূলুল্লাহ ﷺ অবশিষ্ট নামায পূর্ণ করলেন, অতঃপর সালাম ফিরালেন, অতঃপর বসা অবস্থায়ই এবং সালাম ফিরানোর পর দুইটি সিজদা দিলেন।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، عَنْ أَبِي سُفْيَانَ مَوْلَى ابْنِ أَبِي أَحْمَدَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: " صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاةَ الْعَصْرِ، فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ، فَقَامَ ذُوُ الْيَدَيْنِ فَقَالَ: أَقَصُرَتِ الصَّلاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ؟ فَقَالَ: كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ، فَقَالَ: أَصَدَقَ ذُوُ الْيَدَيْنِ؟ فَقَالُوا: نَعَمْ.
فَأَتَمَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَقِيَ عَلَيْهِ مِنَ الصَّلاةِ ثُمَّ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، وَهُوَ جَالِسٌ بَعْدَ التَّسْلِيمِ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৩৯ | মুসলিম বাংলা