আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৬
সশব্দে কিরাআত পাঠ করা এবং তা মুস্তাহাব হওয়া সম্পর্কে।
১৩৬। ইমাম মালেক (রাহঃ) থেকে তার চাচা আবু সুহাইলের সূত্রে বর্ণিত। তার পিতা (মালেক ইবনে আবু আমের আল-আসবাহী) বলেছেন যে, হযরত উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) এতোটা শব্দ করে নামাযের কিরাআত পড়তেন যে, তা তিনি আবু জাহম (রাযিঃ)-র ঘরের নিকট থেকে শুনতে পেতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যেসব নামাযে সশব্দে কিরাআত পড়ার নিয়ম আছে, তাতে সশব্দে কিরাআত পড়াই উত্তম, যদি সেভাবে পড়তে কষ্ট না হয়।
بَابُ: الْجَهْرِ فِي الْقِرَاءَةِ فِي الصَّلاةِ وَمَا يُسْتَحَبُّ مِنْ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي عَمِّي أَبُو سُهَيْلٍ، أَنْ أَبَاهُ أَخْبَرَهُ , «أَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يَجْهَرُ بِالْقِرَاءَةِ فِي الصَّلاةِ، وَأَنَّهُ كَانَ يَسْمَعُ قِرَاءَةَ عُمَرَ بْنَ الْخَطَّابِ عِنْدَ دَارِ أَبِي جَهْمٍ» , قَالَ مُحَمَّدٌ: الْجَهْرُ بِالْقِرَاءَةِ فِي الصَّلاةِ فِيمَا يَجْهَرُ فِيهِ بِالْقِرَاءَةِ حَسَنٌ، مَا لَمْ يُجْهِدِ الرَّجُلُ نَفْسَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১৩৬ | মুসলিম বাংলা