আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৯- কুরবানীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৪৭
২৯৩৬. ইমাম কর্তৃক জনগণের মধ্যে কুরবানীর পশু বন্টন
৫১৪৯। মু‘আয ইবনে ফাযালা (রাহঃ) ......... ‘উকবা ইবনে ‘আমির জুহানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) তাঁর সাহাবীগণের মধ্যে কতগুলো কুরবানীর পশু বণ্টন করলেন। তখন ‘উকবা (রাযিঃ) -এর ভাগে পড়ল একটি বকরির বাচ্চা। ‘উকবা (রাযিঃ) বলেন, তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমার ভাগে এসেছে একটি বকরির বাচ্চা। তিনি বললেনঃ সেটিই কুরবানী করে নাও।


বর্ণনাকারী: