আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৭
নামায শুরু করা (ইফতিতাহুস সালাত)।
১০৭। ইবরাহীম আন-নাখঈ (রাহঃ) বলেন, তাকবীরে উলা (তাহরীমা) ছাড়া নামাযে আর কোথাও তুমি রফউল ইয়াদাইন করবে না।
قَالَ مُحَمَّدٌ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، قَالَ: «لا تَرْفَعْ يَدَيْكَ فِي شَيْءٍ مِنَ الصَّلاةِ بَعْدَ التَّكْبِيرَةِ الأُولَى»
