আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৫
নামাযের জন্য হেঁটে যাওয়া এবং মসজিদের ফযীলাত
৯৫। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) আল-বাকী নামক স্থানে থাকা অবস্থায় নামাযের ইকামত শুনতে পান। তিনি তাড়াতাড়ি হেঁটে আসেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, নিজের দেহ ক্লান্ত হয়ে না পড়ে, এতোটা দ্রুত আসায় কোন দোষ নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, নিজের দেহ ক্লান্ত হয়ে না পড়ে, এতোটা দ্রুত আসায় কোন দোষ নেই।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ سَمِعَ الإِقَامَةَ وَهُوَ بِالْبَقِيعِ فَأَسْرَعَ الْمَشْيَ ".
قَالَ مُحَمَّدٌ: وَهَذَا لا بَأْسَ بِهِ مَا لَمْ يُجْهِدْ نَفْسَهُ
قَالَ مُحَمَّدٌ: وَهَذَا لا بَأْسَ بِهِ مَا لَمْ يُجْهِدْ نَفْسَهُ
