আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮৩
- পবিত্রতা অর্জনের অধ্যায়
ঋতুবতী নারীকে দিয়ে হাত-পা ধোয়ানো
৮৩। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) তার ঋতুবতী বাঁদীদের দিয়ে নিজের হাত-পা ধুইয়ে নিতেন এবং নিজের জন্য জায়নামায আনিয়ে নিতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এতে দোষের কিছু নেই। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এতে দোষের কিছু নেই। ইমাম আবু হানীফারও এই মত।
أبواب الطهارة
بَابُ: الْمَرْأَةِ تَغْسِلُ بَعْضَ أَعْضَاءِ الرَّجُلِ وَهِيَ حَائِضٌ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، «أَنَّ ابْنَ عُمَرَ كَانَ تَغْسِلُ جَوَارِيهِ، رِجْلَيْهِ، وَيُعْطِينَهُ الْخُمْرَةَ وَهُنَّ حُيَّضٌ» .
قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِذَلِكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ.
قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِذَلِكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ.