আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৫
- পবিত্রতা অর্জনের অধ্যায়
মানুষ ঘুমালে তাতে কি তার উযু নষ্ট হয়?
৭৫। যায়েদ ইবনে আসলাম (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেন, তোমাদের কেউ শুয়ে ঘুমালে তাকে পুনরায় উযু করতে হবে।
أبواب الطهارة
بَابُ: الرَّجُلِ يَنَامُ هَلْ يُنْقِضُ ذَلِكَ وُضُوءَهُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، قَالَ «إِذَا نَامَ أَحَدُكُمْ وَهُوَ مُضْطَجِعٌ فَلْيَتَوَضَّأْ» .
tahqiqতাহকীক:তাহকীক চলমান