আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৭
- পবিত্রতা অর্জনের অধ্যায়
মাটি দিয়ে তাইয়াম্মুম করা
৬৭। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। তিনি নিজে এবং আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) আল-জুরুফ নামক স্থান থেকে আল-মিরবাদ নামক স্থানে পৌঁছলেন।** আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বাহন থেকে নেমে পাক মাট দিয়ে তাইয়াম্মুম করেন। তিনি নিজের মুখমণ্ডল ও উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ করলেন, অতঃপর নামায পড়লেন।

* আল-জুরুফ মদীনা থেকে তিন মাইল এবং মিরবাদ মদীনা থেকে এক বা দুই মাইল দূরে অবস্থিত (অনুবাদক)।
أبواب الطهارة
بَابُ: التَّيَمُّمِ بِالصَّعِيدِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ , أَنَّهُ أَقْبَلَ هُوَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ مِنَ الْجُرْفِ، حَتَّى إِذَا كَانَ بِالْمِرْبَدِ، نَزَلَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَتَيَمَّمَ صَعِيدًا طَيِّبًا، فَمَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ صَلَّى "
tahqiqতাহকীক:তাহকীক চলমান