আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং: ৫১৪৩
আন্তর্জাতিক নং: ৫৫৪১
২৯৩১. পশুর মুখে চিহ্ন লাগানো ও দাগানো
৫১৪৩। ‘উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি জানোয়ারের মুখে চিহ্ন লাগানোকে মাকরূহ মনে করতেন। ইবনে ‘উমর (রাযিঃ) আরো বলেছেনঃ নবী করীম (ﷺ) জানোয়ারের মুখে প্রহার করতে নিষেধ করেছেন। আনকাযী (রাহঃ) হানযালা সূত্রে কুতায়বা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেন। তিনি বলেনঃ অর্থাৎ মুখে প্রহার করতে নিষেধ করেছেন।
باب الْوَسْمِ وَالْعَلَمِ فِي الصُّورَةِ
5541 - حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمٍ، عَنْ ابْنِ عُمَرَ: أَنَّهُ كَرِهَ أَنْ تُعْلَمَ الصُّورَةُ، وَقَالَ ابْنُ عُمَرَ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُضْرَبَ» تَابَعَهُ قُتَيْبَةُ، حَدَّثَنَا العَنْقَزِيُّ، عَنْ حَنْظَلَةَ، وَقَالَ: «تُضْرَبُ الصُّورَةُ»
