আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৪১
২৯৩১. পশুর মুখে চিহ্ন লাগানো ও দাগানো
৫১৪৩। ‘উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি জানোয়ারের মুখে চিহ্ন লাগানোকে মাকরূহ মনে করতেন। ইবনে ‘উমর (রাযিঃ) আরো বলেছেনঃ নবী করীম (ﷺ) জানোয়ারের মুখে প্রহার করতে নিষেধ করেছেন। আনকাযী (রাহঃ) হানযালা সূত্রে কুতায়বা (রাহঃ) অনুরূপ বর্ণনা করেন। তিনি বলেনঃ অর্থাৎ মুখে প্রহার করতে নিষেধ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন