আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৩৮
- পবিত্রতা অর্জনের অধ্যায়
বীর্যরস বের হলে উযু নষ্ট হয়ে যায়
৩৮। আল-মিকদাদ ইবনুল আসওয়াদ (রাযিঃ) থেকে বর্ণিত। আলী ইবনে আবু তালিব (রাযিঃ) তাকে রাসূলুল্লাহ ﷺ -এর কাছে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নির্দেশ দিলেন যে তার স্ত্রীর কাছে আসলে তার বীর্যরস নির্গত হয়। এ অবস্থায় তাকে কি করতে হবে? (আলী (রাযিঃ) বলেন), যেহেতু তাঁর কন্যা (ফাতিমা) আমার স্ত্রী, তাই এ ব্যাপারে তাঁর কাছে সরাসরি জিজ্ঞেস করতে আমি লজ্জাবোধ করি। মিকদাদ (রাযিঃ) বলেন, আমি তাঁর কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি বলেনঃ তোমাদের কারো এরূপ হলে সে যেন তার লজ্জাস্থান ধোয় এবং নামাযের উযূর ন্যায় উযু করে।
أبواب الطهارة
بَابُ: الْوُضُوءِ مِنَ الْمَذْيِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي سَالِمُ أَبُو النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ بْنِ مَعْمَرٍ التَّيْمِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَمَرَهُ أَنْ يَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ إِذَا دَنَا مِنْ أَهْلِهِ، فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ مَاذَا عَلَيْهِ؟» فَإِنَّ عِنْدِي ابْنَتَهُ، وَأَنَا أَسْتَحْيِي أَنْ أَسْأَلَهُ، فَقَالَ الْمِقْدَادُ: فَسَأَلْتُهُ، فَقَالَ: «إِذَا وَجَدَ أَحَدُكُمْ ذَلِكَ فَلْيَنْضَحْ فَرْجَهُ، وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلاةِ»