আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৩৮
২৯৩০. যদি জমাট কিংবা তরল ঘিয়ের মধ্যে ইঁদুর পড়ে
৫১৪০। হুমায়দী (রাহঃ) ......... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত। একটি ইঁদুর ঘিয়ের মধ্যে পড়ে মরে গিয়েছিল। তখন নবী করীম (ﷺ) -এর কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ ইঁদুরটি এবং তার আশ-পাশের অংশ ফেলে দাও। এরপর তা খাও। সুফিয়ান (রাহঃ) -এর কাছে জিজ্ঞাসা করা হয় যে, মা‘মার এ হাদীসটি যুহরী সা‘ঈদ ইবনে মুসাইয়্যাব, আবু হুরায়রা (রাযিঃ) -এর সনদে বর্ণনা করেন। তিনি বললেনঃ আমি যুহরী (রাহঃ) কে বলতে শুনেছি যে, তিনি ‘উবাইদুল্লাহ, ইবনে ‘আব্বাস, মায়মুনা (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করছেন। তিনি আরো বলেন যে, আমি যুহরী থেকে উক্ত সনদে এ হাদীসটি একাধিকবার শুনেছি।
