আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১- পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৫
আগুনে পাকানো জিনিস খেলে উযু নষ্ট হয় কিনা
২৫। জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, আমি আবু বাকর সিদ্দীক (রাযিঃ)-কে গোশত খেতে দেখেছি, অতঃপর তিনি নামায পড়েছেন, কিন্তু উযু করেননি।
بَابُ: الْوُضُوءِ مِمَّا غَيَّرِتِ النَّارُ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا وَهْبُ بْنُ كَيْسَانَ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «رَأَيْتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ أَكَلَ لَحْمًا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»
