আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং:
পানি দিয়ে শৌচ (ইসতিনজা) করা
৬। উছমান ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। তার পিতা তাকে অবহিত করেন যে, তিনি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর কাছে শুনেছেন যে, তিনি (পায়খানার পর) পানি দিয়ে শৌচ করেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। অন্য কোন জিনিস দিয়ে শৌচ করার তুলনায় পানি দিয়ে শৌচ করা অধিক শ্রেয়। আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
بَابُ: الْوُضُوءِ فِي الاسْتِنْجَاءِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ طَحْلاءَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ , أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَتَوَضَّأُ وُضُوءً لِمَا تَحْتَ إِزَارِهِ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخَذُ , وَالاسْتِنْجَاءُ بِالْمَاءِ أَحَبُّ إِلَيْنَا مِنْ غَيْرِهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৬ | মুসলিম বাংলা