আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং: ৫১৩২
আন্তর্জাতিক নং: ৫৫৩০
২৯২৫. মাংসভোজী সর্বপ্রকার হিংস্র জন্তু খাওয়া
৫১৩২। ‘আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু সা‘লাবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) দাঁত বিশিষ্ট সর্বপ্রকার হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন।
যুহরী (রাহঃ) থেকে ইউনুস, মা‘মার ইবনে ‘উয়াইনা ও মাজিশূন অনুরূপ বর্ণনা করেছেন।
যুহরী (রাহঃ) থেকে ইউনুস, মা‘মার ইবনে ‘উয়াইনা ও মাজিশূন অনুরূপ বর্ণনা করেছেন।
باب أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ
5530 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ» تَابَعَهُ يُونُسُ، وَمَعْمَرٌ، وَابْنُ عُيَيْنَةَ، وَالمَاجِشُونُ، عَنِ الزُّهْرِيِّ


বর্ণনাকারী: