শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২৩. অছিয়াত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ৭৪৩৬
কোন ব্যক্তি যদি তার নিকট-আত্মীয়কে তার সম্পদের এক-তৃতীয়াংশ অসীয়ত করে কিংবা তাদের মধ্য হতে অমুকের আত্মীয়ের জন্যে অসীয়ত করে
৭৪৩৬। রাবী আল-জীযী (রাহঃ)....... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে বনু হাশিম! হে বনু কুশাই! হে বনু আব্দ মানাফ! আমি হলাম ভীতিপ্রদর্শনকারী, মৃত্যু অবশ্যই হামলাকারী এবং কিয়ামত অবশ্যই প্রতিশ্রুত .......
এ হাদীসে দেখা যায়, তিনি পঞ্চতম পিতার বংশধরদের ডেকেছেন। এ সম্পর্কে তার থেকে অন্য একটি
বর্ণনা রয়েছে :
এ হাদীসে দেখা যায়, তিনি পঞ্চতম পিতার বংশধরদের ডেকেছেন। এ সম্পর্কে তার থেকে অন্য একটি
বর্ণনা রয়েছে :
7436 - مَا حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ قَالَ: ثنا أَبُو الْأَسْوَدِ , وَحَسَّانُ بْنُ غَالِبٍ , قَالَا: ثنا هَمَّامٌ , عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ , عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «يَا بَنِي هَاشِمٍ , يَا بَنِي قُصَيِّ , يَا بَنِي عَبْدِ مَنَافٍ , أَنَا النَّذِيرُ , وَالْمَوْتُ الْمُغَيِّرُ , وَالسَّاعَةُ الْمَوْعُودُ» فَفِي هَذَا الْحَدِيثِ , أَنَّهُ دَعَا بَنِي أَبِيهِ الْخَامِسِ. وَقَدْ رُوِيَ عَنْهُ أَيْضًا فِي ذَلِكَ
