আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫২৭
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৯। ইসহাক (রাহঃ) ......... আবু সা‘লাবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করেছেন।
ইবনে শিহাব (রাহঃ) থেকে যুবায়দী ও উকায়ল অনুরূপ বর্ণনা করেছেন।
যুহরী (রাহঃ) -এর বরাত দিয়ে মালিক, মা‘মার, মাজিশুন, ইউনুস ও ইবনে ইসহাক বলেছেন যে, নবী করীম (ﷺ) দাঁত বিশিষ্ট সকল হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন