আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং: ৫১২৯
আন্তর্জাতিক নং: ৫৫২৭
২৯২৪. গৃহপালিত গাধার গোশত।
৫১২৯। ইসহাক (রাহঃ) ......... আবু সা‘লাবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করেছেন।
ইবনে শিহাব (রাহঃ) থেকে যুবায়দী ও উকায়ল অনুরূপ বর্ণনা করেছেন।
যুহরী (রাহঃ) -এর বরাত দিয়ে মালিক, মা‘মার, মাজিশুন, ইউনুস ও ইবনে ইসহাক বলেছেন যে, নবী করীম (ﷺ) দাঁত বিশিষ্ট সকল হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন।
ইবনে শিহাব (রাহঃ) থেকে যুবায়দী ও উকায়ল অনুরূপ বর্ণনা করেছেন।
যুহরী (রাহঃ) -এর বরাত দিয়ে মালিক, মা‘মার, মাজিশুন, ইউনুস ও ইবনে ইসহাক বলেছেন যে, নবী করীম (ﷺ) দাঁত বিশিষ্ট সকল হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন।
باب لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ
5527 - حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا إِدْرِيسَ، أَخْبَرَهُ، أَنَّ أَبَا ثَعْلَبَةَ، قَالَ: «حَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لُحُومَ الحُمُرِ الأَهْلِيَّةِ» تَابَعَهُ الزُّبَيْدِيُّ، وَعُقَيْلٌ، عَنْ ابْنِ شِهَابٍ،
وَقَالَ مَالِكٌ، وَمَعْمَرٌ، وَالمَاجِشُونُ، وَيُونُسُ، وَابْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ»
وَقَالَ مَالِكٌ، وَمَعْمَرٌ، وَالمَاجِشُونُ، وَيُونُسُ، وَابْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ: «نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ»


বর্ণনাকারী: