আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫১৯
২৯২৩. ঘোড়ার গোশত
৫১২২। হুমায়দী (রাহঃ) ......... আসমা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে আমরা একটি ঘোড়া নহর করলাম এবং সেটি খেলাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন