শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৭২৪৭
স্বাধীনা মহিলাদের কেশের প্রতি গোলামের দৃষ্টি
৭২৪৭। ইবরাহীম ইবন মুনকিয (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণনা করেন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর খাদিম ছিলাম। তাই আমি অনুমতি ব্যতীত রাসূলুল্লাহ (ﷺ) -এর ঘরে প্রবেশ করতাম। অতঃপর একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর ঘরে প্রবেশ করার মনস্থ করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি তো তোমার অবস্থায় আছ আর এদিক দিয়ে তোমার অনুপস্থিতিতে একটি ঘটনা ঘটে গেছে। সুতরাং তুমি অনুমতি ব্যতীত আমাদের ঘরে আর প্রবেশ করবে না।
7247 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ، قَالَ: ثنا الْمُقْرِئُ، عَنْ جَرِيرٍ، عَنْ سَالِمٍ الْعَلَوِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنْتُ خَادِمَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنْتُ أَدْخُلُ عَلَيْهِ بِغَيْرِ إِذْنٍ. فَجِئْتُ يَوْمًا , أَدْخُلُ فَقَالَ: «كَمَا أَنْتَ , فَإِنَّهُ قَدْ حَدَثَ بَعْدَكَ أَمْرٌ , فَلَا تَدْخُلْ عَلَيْنَا إِلَّا بِإِذْنٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭২৪৭ | মুসলিম বাংলা