শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭২৪৫
স্বাধীনা মহিলাদের কেশের প্রতি গোলামের দৃষ্টি
৭২৪৫। রাওহ (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, পর্দা সন্বন্ধে যে আয়াত অবতীর্ণ হয়েছে তার পটভূমি সম্বন্ধে আমি সকলের চেয়ে বেশী জানি। যয়নাব বিনত জাহাশ (রাযিঃ)-এর সাথে রাসূলুল্লাহ (ﷺ) -এর বাসর যাপনের সময় প্রথম পর্দার আয়াত নাযিল হয়। পরদিন সকালে দুলহা হিসেবে রাসূলুল্লাহ (ﷺ) লোকদেরকে যিয়াফতে দাওয়াত করলেন। তারা আহার্য গ্রহণ করলেন এবং বিদায় হয়ে চলে গেলেন। কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে রয়ে গেলেন। তারা তাদের অবস্থান সেখানে দীর্ঘায়িত করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) দণ্ডায়মান হলেন এবং ঘর থেকে বের হয়ে পড়লেন। আমিও রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হয়ে পড়লাম। রাসূলুল্লাহ (ﷺ) আয়িশা সিদ্দীকা (রাযিঃ)-এর হুজরার সামনে পর্যন্ত এসে গেলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) ধারণা করলেন, তারা ইতোমধ্যে বের হয়ে চলে গিয়েছেন। তাই তিনি ফেরত আসলেন। আমিও তাঁর সাথে ফেরত আসলাম। রাসূলুল্লাহ (ﷺ) যয়নাব (রাযিঃ)-এর ঘরে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন যে, তারা এখনও বসে রয়েছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) ফেরত আসলেন। আমিও তাঁর সাথে ফেরত আসলাম। এমনকি তিনি হযরত আয়িশা সিদ্দীকা (রাযিঃ)-এর হুজরার সামনে এসে গেলেন এবং ধারণা করলেন তারা হয়ত বের হয়ে পড়েছে। তাই তিনি ফেরত আসলেন আমিও তাঁর সাথে ফেরত আসসাম। তখন তিনি দেখতে পেলেন যে, তারা বের হয়ে চলে গেছেন। রাসূলুল্লাহ (ﷺ) আমার ও তাঁর মধ্যে পর্দা ফেলে দিলেন এবং পর্দার আয়াত নাযিল হয়।
7245 - حَدَّثَنَا رَوْحٌ، قَالَ: ثنا يَحْيَى، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: كُنْتُ أَعْلَمَ النَّاسِ بِشَأْنِ الْحِجَابِ , فِيمَا أُنْزِلَ , وَكَانَ أَوَّلُ مَا أُنْزِلَ فِي مَبْنَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِزَيْنَبِ بِنْتِ جَحْشٍ أَصْبَحَ بِهَا عَرُوسًا. فَدَعَا الْقَوْمَ فَأَصَابُوا مِنَ الطَّعَامِ ثُمَّ خَرَجُوا , وَبَقِيَ رَهْطٌ مِنْهُمْ , عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَطَالُوا الْمُكْثَ. فَقَامَ رَسُولُ اللهِ فَخَرَجَ , وَخَرَجْتُ مَعَهُ حَتَّى جَاءَ عَتَبَةَ حُجْرَةِ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا ثُمَّ ظَنَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قَدْ خَرَجُوا فَرَجَعَ , وَرَجَعْتُ مَعَهُ , حَتَّى دَخَلَ عَلَى زَيْنَبَ فَإِذَا هُمْ جُلُوسٌ , فَرَجَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَجَعْتُ مَعَهُ , حَتَّى إِذَا بَلَغَ عَتَبَةَ حُجْرَةِ عَائِشَةَ , وَظَنَّ أَنَّهُمْ قَدْ خَرَجُوا , رَجَعَ , وَرَجَعْتُ مَعَهُ فَإِذَا هُمْ قَدْ خَرَجُوا. فَضَرَبَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَهُ بِالسِّتْرِ , وَأَنْزَلَ الْحِجَابَ "
