শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৭১৭৩
আন্তর্জাতিক নং: ৭১৭৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
দাগানো মাকরূহ কি না?
৭১৭৩-৭৪। ফাহদ (রাহঃ) …… আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সা'দ ইবন যুরারা (রাযিঃ)-কে কাঁটাবিদ্ধ হওয়ার কারণে লোহা পুড়ে দাগ দেন ।

ইবন আবু দাউদ (রাহঃ) …… ইয়াযীদ ইবন যুরাই (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি নিজ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেন। তবে তিনি مِنْ شَوْكَةٍ এর مِنْ شَوْصَةٍ স্থলে বলেন।
كتاب الكراهة
7173 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَوَى سَعْدَ بْنَ زُرَارَةَ مِنْ شَوْكَةٍ»

7174 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ ذُرَيْعٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ مِنْ شَوْصَةٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭১৭৩ | মুসলিম বাংলা