আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৯৯
২৯১২. যে জন্তুকে দেব-দেবী ও মূর্তির নামে যবেহ করা হয়
৫১০৩। মু‘আলা ইবনে আসাদ (রাহঃ) ......... ‘আব্দুল্লাহ ইবনে ‘উমর (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘বালদাহ’ নামক স্থানে নিম্ন অঞ্চলে সায়েদ ইবনে ‘আমর ইবনে নুফায়লের সঙ্গে সাক্ষাত করেন। ঘটনাটি ছিল রাসূলুল্লাহ (ﷺ) -এর উপর ওহী নাযিল হওয়ার আগের। তখন রাসূলুল্লাহ (ﷺ) -এর সামনে দস্তরখান বিছানো হল। তাতে ছিল গোশত। তখন যায়দ ইবনে ‘আমর তা থেকে খেতে অস্বীকার করলেন। তারপর তিনি বললেনঃ তোমরা তোমাদের দেব-দেবীর নামে যা যবেহ কর, তা থেকে আমি খাই না। আমি কেবল তাই খাই যা আল্লাহর নামে যবেহ করা হয়েছে।
