শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭০৭১
আন্তর্জাতিক নং: ৭০৭২
রুগ্ন ব্যক্তি থেকে দূরে থাকতে হবে কিনা
৭০৭১-৭২। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ….. হাযরামী (রাহঃ) থেকে বর্ণিত যে, সাঈদ ইবন মুসায়্যিব (রাহঃ) বলেন, আমি সাঈদ (রাযিঃ)-কে শুভাশুভ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি আমাকে ধমক দিলেন এবং বললেন, তোমাকে কে বর্ণনা করেছে? আমি তাকে বলাটা পছন্দ করি নাই । অনন্তর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি । তিনি বলেছেন : সংক্রমণতা কিছু নেই, শুভাশুভও কিছু নেই ।
ইবন মারযূক (রাহঃ) …... ইয়াহইয়া (রাহঃ) থেকে বর্ণিত অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এবং তিনি এটি অতিরিক্ত বর্ণনা করেছেন যে, পেঁচা (-র কারণে অমঙ্গল) কিছু নেই।
ইবন মারযূক (রাহঃ) …... ইয়াহইয়া (রাহঃ) থেকে বর্ণিত অতঃপর তিনি স্বীয় ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এবং তিনি এটি অতিরিক্ত বর্ণনা করেছেন যে, পেঁচা (-র কারণে অমঙ্গল) কিছু নেই।
7071 - مَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُسَدَّدٌ , قَالَ: ثنا يَحْيَى , عَنْ هِشَامٍ , عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ , عَنِ الْحَضْرَمِيِّ , أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ قَالَ: سَأَلْتُ سَعْدًا عَنِ الطِّيَرَةِ , فَانْتَهَرَنِي وَقَالَ مَنْ حَدَّثَكَ؟ فَكَرِهْتُ أَنْ أُحَدِّثَهُ. فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا عَدْوَى وَلَا طِيَرَةَ»
7072 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا حِبَّانُ، قَالَ: ثنا أَبَانُ، قَالَ: ثنا يَحْيَى، فَذَكَرَهُ بِإِسْنَادِهِ مِثْلَهُ , وَزَادَ وَلَا هَامَةَ
7072 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا حِبَّانُ، قَالَ: ثنا أَبَانُ، قَالَ: ثنا يَحْيَى، فَذَكَرَهُ بِإِسْنَادِهِ مِثْلَهُ , وَزَادَ وَلَا هَامَةَ
