শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭০৬৯
রুগ্ন ব্যক্তি থেকে দূরে থাকতে হবে কিনা
৭০৬৯। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) …….. ইকরামা ইবন খালিদ মাখযূমী (রাহঃ) তাঁর পিতা থেকে অথবা তাঁর চাচা থেকে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) গাযওয়া তাবূকের প্রাক্কালে বলেছেন : যখন কোন এলাকায় প্লেগ বিস্তার করে এবং তোমরা সেখানে বিদ্যমান থাক, তবে সেখান থেকে বের হবে না। পক্ষান্তরে যখন তোমরা অন্য স্থানে থাক, তবে সেখানে যাবে না ।
7069 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: ثنا عِكْرِمَةُ بْنُ خَالِدٍ الْمَخْزُومِيُّ، عَنْ أَبِيهِ، أَوْ عَنْ عَمِّهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ تَبُوكَ: «إِذَا وَقَعَ الطَّاعُونُ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا , فَلَا تَخْرُجُوا مِنْهَا , وَإِذَا كُنْتُمْ بِغَيْرِهَا , فَلَا تَقْدُمُوا عَلَيْهَا»
