শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭০৬৩
রুগ্ন ব্যক্তি থেকে দূরে থাকতে হবে কিনা
৭০৬৩। ইউনুস (রাহঃ) …… উসামা ইবন যায়দ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত । তিনি বলেছেন : এই ব্যথা ও ব্যাধি (প্লেগ) একটি আযাব যা দ্বারা তোমাদের পূর্ববর্তী কতিপয় উম্মতকে আযাব দেয়া হয়েছে। অতঃপর এর কিছু অংশ পৃথিবীতে অবশিষ্ট রয়ে গেছে। একবার চলে যায়, আবার ফিরে আসে। যে ব্যক্তি কোন এলাকায় এর আক্রান্তের সংবাদ শুনবে, সে কস্মিনকালেও সেখানে যাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোন স্থানে অবস্থান করে এবং সেখানে তা দেখা দেয়, তবে পলায়নের উদ্দেশ্যে সেখান থেকে বের হবে না।
7063 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ هَذَا الْوَجَعَ وَالسَّقَمَ رِجْزٌ وَعَذَابٌ عُذِّبَ بِهِ بَعْضُ هَذِهِ الْأُمَمِ قَبْلَكُمْ , ثُمَّ بَقِيَ فِي الْأَرْضِ , فَيَذْهَبُ الْمَرَّةَ وَيَأْتِي الْأُخْرَى فَمَنْ سَمِعَ بِهَا فِي أَرْضٍ فَلَا يَقْدَمَنَّ عَلَيْهِ , وَمَنْ وَقَعَ بِأَرْضٍ وَهُوَ بِهَا , فَلَا يُخْرِجُهُ الْفِرَارُ مِنْهُ»
