শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৭০৫৮
রুগ্ন ব্যক্তি থেকে দূরে থাকতে হবে কিনা
৭০৫৮। ইউনুস (রাহঃ) ...... হুমায়দ ইবন আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত যে, উমর ইবন খাত্তাব (রাযিঃ) যখন 'সারগ' নামক স্থান থেকে প্রত্যাবর্তন করার সংকল্প করলেন এবং লোকদের সঙ্গে পরামর্শ করলেন, তখন একদল লোক বলল, তাদের মধ্যে আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ) ছিলেন অন্যতম, আপনি কি মৃত্যু থেকে পলায়ন করেছেন? আমরা তো আল্লাহর তাকদীরের মধ্যে অবস্থান করছি এবং আমাদের সেটাই পৌঁছবে যা আল্লাহ্ তা'আলা আমাদের জন্য লিখে দিয়েছেন। তখন উমর (রাযিঃ) বললেন, হে আবু উবায়দা! যদি তুমি এরূপ উপত্যকায় থাক যার একপ্রান্ত উর্বর বা সবুজ শ্যামল এবং অপর প্রাপ্ত অনুর্বর বা শুষ্ক, তা হলে তুমি কোথায় চরাবে? তিনি বললেন, উর্বরাংশে। তিনি বললেন, আমরা যদি সম্মুখে অগ্রসর হই তখনো তাকদীরের সাথে অগ্রসর হব, এবং যদি পিছনে থেকে যাই তখনো তাকদীরের সাথেই পিছনে থেকে যাব। আর আমরা তো তাকদীরের মাঝেই রয়েছি।
7058 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي هِشَامُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، حِينَ أَرَادَ الرُّجُوعَ مِنْ سَرْغٍ , وَاسْتَشَارَ النَّاسَ. فَقَالَتْ طَائِفَةٌ , مِنْهُمْ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ أَمِنَ الْمَوْتِ تَفِرُّ؟ إِنَّمَا نَحْنُ بِقَدَرٍ , وَلَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللهُ لَنَا. [ص:305] فَقَالَ عُمَرُ: " يَا أَبَا عُبَيْدَةَ , لَوْ كُنْتَ بِوَادٍ , إِحْدَى عُدْوَتَيْهِ مُخَصَّبَةٌ , وَالْأُخْرَى مُجْدِبَةٌ , أَيُّهُمَا كُنْتَ تَرْعَى؟ قَالَ: الْمُخَصَّبَةُ. قَالَ: فَإِنَّا إِنْ تَقَدَّمْنَا فَبِقَدَرٍ , وَإِنْ تَأَخَّرْنَا فَبِقَدَرٍ , وَفِي قَدَرٍ , نَحْنُ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭০৫৮ | মুসলিম বাংলা