শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৭০৫২
হাঁচিদাতার উত্তর কিরূপ হবে
৭০৫২। রাবী' আল-মুয়াযযিন (রাহঃ) ও হুসায়ন ইবন নসর (রাহঃ) …… আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
সুতরাং এতে ইবরাহীম [নখঈ (রাহঃ)]-এর বক্তব্য রদ হয়ে গেল এবং এ বিষয়ে যা কিছু রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত আছে, তা রিওয়ায়াতের দিক দিয়ে এরূপ পরিপন্থি রিওয়ায়াত অপেক্ষা অত্যন্ত বিশুদ্ধ ও সুস্পষ্ট এবং ওটা আমাদের নিকটে এর বিরোধী রিওয়ায়াত অপেক্ষা অধিকতর পছন্দনীয়।
সুতরাং এতে ইবরাহীম [নখঈ (রাহঃ)]-এর বক্তব্য রদ হয়ে গেল এবং এ বিষয়ে যা কিছু রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত আছে, তা রিওয়ায়াতের দিক দিয়ে এরূপ পরিপন্থি রিওয়ায়াত অপেক্ষা অত্যন্ত বিশুদ্ধ ও সুস্পষ্ট এবং ওটা আমাদের নিকটে এর বিরোধী রিওয়ায়াত অপেক্ষা অধিকতর পছন্দনীয়।
7052 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، وَحُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَا: ثنا يَحْيَى بْنُ حَسَّانٍ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ فَثَبَتَ بِذَلِكَ انْتِفَاءُ مَا قَالَ إِبْرَاهِيمُ , وَكَانَ مَا رُوِيَ مِنْ هَذَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْبَحَ مَجِيئًا , وَأَظْهَرُ مِمَّا رُوِيَ , فِي خِلَافِهِ , فَهُوَ أَحَبُّ إِلَيْنَا , مِمَّا خَالَفَهُ
