শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৭০৪৫
হাঁচিদাতার উত্তর কিরূপ হবে
৭০৪৫। ইউনুস (রাহঃ) ...... উম্মুল মু'মিনীন আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকটে হাঁচি দিয়ে বলল, হে আল্লাহর নবী! আমি কি শব্দ বলব? তিনি বললেন, তুমি আলহামদু লিল্লাহ বল। তখন অন্যরা বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমরা তাকে (উত্তরে) কি বলব? তিনি বললেন, তোমরা (জবাবে) يَرْحَمُكَ اللهُ বল । সে (হাঁচিদাতা) বলল, আমি তাদেরকে (উত্তরে) কি বলব? তিনি বললেন, তুমি يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ বল ।
প্রথমোক্ত মত পোষণকারী আলিমগণ বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ বাক্যটি এজন্য বলেছেন যে, তাঁর মজলিসে ইয়াহূদী ছিল। আয়েশা (রাযিঃ)-এর হাদীসে হাঁচিদাতাকে ঐ বাক্যের শিক্ষা প্রদানের জন্য ছিল যে, তখনো তাঁর দরবারে ইয়াহুদী ছিল। তারা এ বিষয়ে এভাবে প্রমাণ পেশ করেছেন :
7045 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو مَعْشَرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي يَحْيَى، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ: عَطَسَ رَجُلٌ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مَاذَا أَقُولُ يَا نَبِيَّ اللهِ؟ قَالَ قُلْ: «الْحَمْدُ لِلَّهِ» ، قَالَ الْقَوْمُ: مَاذَا نَقُولُ لَهُ يَا رَسُولَ اللهِ قَالَ: قُولُوا يَرْحَمُكَ اللهُ قَالَ: مَاذَا أَقُولُ لَهُمْ؟ قَالَ: «قُلْ يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ» [ص:302] فَقَالَ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى: إِنَّمَا كَانَ قَوْلُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ لِأَنَّ الَّذِينَ كَانُوا بِحَضْرَتِهِ , يَهُودٌ , وَكَانَ تَعْلِيمُهُ لِلْعَاطِسِ فِي حَدِيثِ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا مِنْ قَوْلِهِ يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ إِنَّمَا هُوَ لِأَنَّ مَنْ كَانَ بِحَضْرَتِهِ حِينَئِذٍ , كَانُوا يَهُودًا. احْتَجُّوا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭০৪৫ | মুসলিম বাংলা