শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৯৭৮
আন্তর্জাতিক নং: ৬৯৭৯
(আস্তাগ ফিরুল্লাহা ওয়া আতবু ইলাইহি) শব্দাবলী বলা প্রসঙ্গ
৬৯৭৮-৭৯। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাযিঃ) ও ফাহদ ইবন সুলায়মান (রাহঃ) ..... ইসমাঈল ইবন আব্দুল্লাহ্ ইবন জা'ফর (রাহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমার কাছে খবর পৌঁছেছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে কোন মানুষ কোন মজলিসে অবস্থান করবে। অতঃপর যখন উঠার ইচ্ছা করবে তখন বলবে :

سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ , لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
তাহলে যা কিছু মজলিসে সংঘটিত হয়েছে ক্ষমা করে দেয়া হবে। বলেন, আমাকে এই হাদীসটি ইয়াযীদ ইবন খুসায়ফা (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে সায়িব ইবন ইয়াযীদ (রাহঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
6978 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، وَفَهْدُ بْنُ سُلَيْمَانَ، قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: بَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَا مِنْ إِنْسَانٍ يَكُونُ فِي مَجْلِسٍ فَيَقُولُ حِينَ يُرِيدُ أَنْ يَقُومَ: سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ , لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ إِلَّا غُفِرَ لَهُ مَا كَانَ فِي ذَلِكَ الْمَجْلِسِ "

6979 - قَالَ فَحَدَّثَنَا بِهَذَا الْحَدِيثِ يَزِيدُ بْنُ خُصَيْفَةَ فَقَالَ: هَكَذَا حَدَّثَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৯৭৮ | মুসলিম বাংলা