আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৮- যবাহ করা ও শিকারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৮০
২৯০২. যে ব্যক্তি শিকার বা পশু-রক্ষার কুকুর ছাড়া অন্য কুকুর পালন করে
৫০৮৫। মুসা ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... ইবনে ‘উমর (রাযিঃ) নবী করীম (ﷺ) -কে বলতে শুনেছেন, তিনি বলতেনঃ যে ব্যক্তি এমন কুকুর পালন করে যেটি পশু রক্ষার জন্যও নয়; কিংবা শিকারের জন্যও নয়।
তার আমল থেকে প্রত্যহ দুই কীরাত পরিমাণ হ্রাস পাবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন