শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৯৬৪
কাপড়ে ছবি প্রসঙ্গে
৬৯৬৪। আলী ইবন মা'বাদ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি ছবি বানায়, তাকে কিয়ামতের দিন এতে সে প্রাণ সঞ্চার করতে না পারা পর্যন্ত আযাব দেয়া হবে। বস্তুত এতে সে কখনও প্রাণ সঞ্চার করতে পারবে না।
সুতরাং এই রিওয়ায়াতসমূহের মর্মার্থ সেটিই, যা আমরা ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতে বর্ণনা করেছি।
নবী (ﷺ) থেকে এই বিষয়বস্তুর সপক্ষে প্রমাণ বহনকারী রিওয়ায়াতও বর্ণিত আছে। তা নিম্নরূপ :
সুতরাং এই রিওয়ায়াতসমূহের মর্মার্থ সেটিই, যা আমরা ইবন আব্বাস (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াতে বর্ণনা করেছি।
নবী (ﷺ) থেকে এই বিষয়বস্তুর সপক্ষে প্রমাণ বহনকারী রিওয়ায়াতও বর্ণিত আছে। তা নিম্নরূপ :
6964 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: ثنا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَوَّرَ صُورَةً , عُذِّبَ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ , وَلَيْسَ بِنَافِخٍ» فَمَعْنَى هَذِهِ الْآثَارِ , مَعْنَى مَا رَوَيْنَاهُ عَنِ ابْنِ عَبَّاسٍ. وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ أَيْضًا مَا يَدُلُّ عَلَى هَذَا الْمَعْنَى
