শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৯২৬
আন্তর্জাতিক নং: ৬৯২৮
মু'আনাকা বা কোলাকুলি করা প্রসঙ্গে
৬৯২৬-২৮। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ)... শা’বী (রাহঃ) থেকে বর্ণিত যে, সাহাবা-ই কিরাম যখন পরস্পরে সাক্ষাত করতেন তো মুসাফাহা (করমর্দন) করতেন। আর যখন তাঁরা সফর থেকে আগমন করতেন পরস্পরে মু’আনাকা (কোলাকুলি) করতেন।

আহমদ ইব্‌ন দাউদ (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ)..... শু'বা (রাহঃ) থেকে বর্ণিত। অতঃপর তিনি নিজস্ব সনদে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
6926 - مَا حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ غَالِبٍ التَّمَّارِ , عَنِ الشَّعْبِيِّ أَنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانُوا , إِذَا الْتَقَوْا , تَصَافَحُوا , وَإِذَا قَدِمُوا مِنْ سَفَرٍ , تَعَانَقُوا "

6927 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ ح

6928 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَا: ثنا شُعْبَةُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৯২৬ | মুসলিম বাংলা