শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৯২৪
মু'আনাকা বা কোলাকুলি করা প্রসঙ্গে
৬৯২৪। মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) .....শা'বী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জাফর (রাযিঃ)-এর (হাবশা থেকে) আগমন খায়বার বিজয়ের প্রাক্কালে হয়েছিল। তখন নবী (ﷺ) বলেছিলেন, আমি জানি না, দু'টির কোনটি নিয়ে আমি অধিক আনন্দিত, খায়বার বিজয়ের না জাফর (রাযিঃ)-এর আগমনে। অতঃপর তিনি তার সঙ্গে সাক্ষাত করে মুআনাকা (কোলাকুলি) করেন এবং তাঁর দু'চোখের মাঝে চুমু খান।
6924 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَجْلَحِ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: وَافَقَ قُدُومُ جَعْفَرٍ فَتْحَ خَيْبَرَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أَدْرِي بِأَيِّ الشَّيْئَيْنِ أَنَا أَشَدُّ فَرَحًا , بِفَتْحِ خَيْبَرَ , أَوْ بِقُدُومِ جَعْفَرٍ» ثُمَّ تَلَقَّاهُ فَاعْتَنَقَهُ , وَقَبَّلَ بَيْنَ عَيْنَيْهِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৯২৪ | মুসলিম বাংলা