শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮৩১
দাঁড়িয়ে পেশাব করা প্রসঙ্গ।
৬৮৩১। ইব্‌ন মারযূক (রাহঃ) .... যায়দ ইব্‌ন ওয়াহব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর (রাহঃ)-কে দাঁড়িয়ে পেশাব করতে দেখেছি। তিনি তাঁর হাজতকে পুরা করেছেন, এমনকি তা নির্গত হওয়ার উপক্রম হয়ে গিয়েছে।
6831 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ شُعْبَةَ، أَنَّهُ حَدَّثَ عَنْ سُلَيْمَانَ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ: رَأَيْتُ عُمَرَ بَالَ قَائِمًا فَأَنْجَحَ حَتَّى كَادَ يُصْرَعَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৮৩১ | মুসলিম বাংলা